AB Bank
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা ব্যার্থ


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৮:৪২ পিএম, ১৭ অক্টোবর, ২০২৪
বড়াইগ্রামে বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা ব্যার্থ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ওই সদর দপ্তর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ (শাটডাউন) করে দেয়। বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত পদসমূহ স্থায়ী করার দাবিতে একাত্মতা প্রকাশকারী বিভিন্ন সদর দপ্তরের ২০ কর্মকর্তাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি চাকরিচ্যুত করার প্রতিবাদে ওই সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ শাটডাউন করে। 

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ জড়ো হয়ে বনপাড়াস্থ সদর দপ্তরের সামনে এসে বিক্ষোভ করে। পরে বনপাড়া পৌর বিএনপি‍‍`র যুগ্ম আহবায়ক এবিএম ইকবাল হোসেন রাজু’র নেতৃত্বে নেতা-কর্মীরা এসে জনগণের দুর্ভোগ ও ভোগান্তির কথা তুলে ধরে আলোচনা করার পর কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ পূণরায় চালু করে। 

সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর ক্যাম্পাসে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সহ পুলিশ ও সেনাবাহিনীর টীম অবস্থান করছিলেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানজার বিপ্লব কুমার সরকার জানান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে সকল লাইন চালু করা হয়েছে। আপাতত শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে।  

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!