AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে ট্রেনের দরজায় বসে দুই পা ভাঙল যাত্রীর


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০১:৪১ পিএম, ১৯ অক্টোবর, ২০২৪
নরসিংদীতে ট্রেনের দরজায় বসে দুই পা ভাঙল যাত্রীর

নরসিংদীর রেললাইনের পাশে থাকা ইট বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রেনের দরজায় বসা ইব্রাহিম মিয়া (৩৭) নামে এক যাত্রীর দুই পা ভেঙে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় নরসিংদী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহত ইব্রাহিম রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের দৌলত মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রী বাবুল হোসেন জানান, সকাল ৭টা ১০ মিনিটে নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেন উঠেন ইব্রাহিম মিয়া। এসময় এ স্টেশন থেকে উঠা অন্য যাত্রীরা ট্রেনের ভিতরে অবস্থান করলেও ইব্রাহিম মিয়া ট্রেনটির দরজায় পায়ের দুই হাঁটু বের করে বসে থাকেন। পরে ট্রেনটি সকাল ৭টা ২৬ মিনিটে নরসিংদী রেলস্টেশনে যাত্রা বিরতি দিয়ে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। তারপরও তিনি ট্রেনের দরজায় বসা ছিলেন।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি নরসিংদীর  দগরিয়া এলাকার মসজিদের সামনে পৌঁছায়। এসময় রেললাইন ঘেঁষে একটি ইট বোঝাই ট্রাক অবস্থান করছিল। আর ট্রেনের দরজায় পায়ের হাঁটু বের করে বসা ছিল ইব্রাহিম মিয়া। পরে অসাবধানতার কারণে ইট বোঝাই ট্রাকের সাথে তার হাঁটুর ধাক্কা লেগে যায়। এতে ঘটনাস্থলেই দুই পা ভেঙে গুরুতর আহত হয় ইব্রাহিম মিয়া। 

এসময় ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে তার পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিতাস কমিউটার ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছানোর পর গুরুতর আহত ইব্রাহিম মিয়াকে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। পরে স্বজনরা ইব্রাহিমকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী থেকে নিয়মিত ঢাকা যাতায়াত করা ট্টেন যাত্রী তারেক, জুয়েল আলমাস ও ইকবালসহ অন্য যাত্রীরা জানান, প্রায় সময়ই ট্রেনের ভিতর জায়গা থাকার পর কিছু যাত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন। আবার কেউ কেউ দরজায় বসে থাকেন। এ নিয়ে প্রায় সময় ঝগড়া হয়। এমনকি মারধরের ঘটনাও ঘটে। এছাড়াও ট্রেন সিগনালের সাথে সংঘর্ষে দরজায় ঝুলে থাকা বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। যে সব যাত্রী ট্রেনের ভিতর জায়গা থাকার পরও দরজায় বসে থাকে অথবা ঝুলে থাকে তাদের জন্য আজকের দুর্ঘটনাও একটি সর্তক বার্তা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!