AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"বাজার সিন্ডিকেট ভাঙতে খুলনায় শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’ উদ্যোগ"


দেশজুড়ে নিত্যপণ্যের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে খুলনার একদল শিক্ষার্থী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে এবং ক্রেতাদের স্বস্তি দিতে চালু করেছে ‘বিনা লাভের দোকান’। শুক্রবার (১৮ অক্টোবর) শিববাড়ী মোড়ে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই দোকান প্রথমবারের মতো চালু হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা‍‍`র ব্যানারে পরিচালিত এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। সরেজমিনে দেখা যায়, দোকানটিতে ডাল ১ কেজি ৯৯ টাকা, ডিম ১২ টাকা পিস, আলু ৫০ টাকা কেজি, পেঁয়াজ ১০০ টাকা কেজি, লাউ ৪০ টাকা এবং লালশাক ১২ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারের তুলনায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। 

দোকানে আসা এক ক্রেতা বলেন, "বাজারের তুলনায় এখানে পণ্যগুলো সস্তায় পাওয়া যাচ্ছে। যেমন, এই দোকানে ৫০ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, যা বাজারে ৬০-৬৫ টাকা। এতে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে।" 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী জানান, “দেশের বাজারে সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধি হয়েছে। আমরা এই ‘বিনা লাভের দোকান’ দিয়ে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। প্রথমে শিববাড়ী মোড় থেকে শুরু হলেও খুব শীঘ্রই নগরীর ৩১টি ওয়ার্ডে এই দোকান চালু করার পরিকল্পনা রয়েছে।”

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আশা করছে যে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের পদক্ষেপ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এবং বাজার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!