AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ার মাটি কৃতি সন্তান জন্ম দেয়: ব্যারিস্টার রুমিন ফারহানা


ব্রাহ্মণবাড়িয়ার মাটি কৃতি সন্তান জন্ম দেয়: ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটি কৃতি সন্তান জন্ম দেয়, ব্রাহ্মণবাড়িয়ার আসন গুলোতে তাক লাগানো সব সংসদ সদস্য আমরা এত বছর দেখে আসছি। ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমাদের হাত শক্তিশালী করেন ব্রাহ্মণবাড়িয়ার যে ছয়টা আসন আছে, সে ছয়টা তাক লাগানো এমপি তৈরি করে দেব আমরা। 

রবিবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার শাহবাজপুর প্রথম গেট (আশিক টি শপ সংলগ্ন) ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল ও আশুগঞ্জ) উপজেলার জনগনের আয়োজিত ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তিনি। 

বিএনপি নেতা মুন্সী আমানুল্লাহ‍‍`র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান কচি মোল্লা। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সহ -সম্পাদক  ব্যারিষ্টার রুমিন ফারহানা।

ইঞ্জিনিয়ার আরিফুল হক মুকুল পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন সেন,জেলা বিএনপির নেতা এড. সফিকুর রহমান সফিক, সরাইল  বিএনপি সাবেক সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, নবীনগর বিএনপি নেতা আনিছুর রহমান মঞ্জু, আশুগঞ্জের বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ।

সভা শেষে প্রয়াত রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি শহিদুল ইসলাম। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!