ডেঙ্গু বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে ময়মনসিংহের নান্দাইলে আল-আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র্যালী,আলোচনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে এগারটায় আল-আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তাহমিনা আহমদের সঞ্চালনায় মা সমাবেশে শতাধিক মা অংশগ্রহণ করেন।
মা সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহানারা বেগম ও শাহীন সুলতানা।অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তা রানী ও নাজমুন্নাহার।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ সব প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার লার্ভা নির্মূলে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :