সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলু আবাদের মৌসুম শুরু হয়েছে। এখন বীজ আলু হাটে কেনাবেচা হচ্ছে। উত্তরাঞ্চলের জয়পুরহাটসহ বিভিন্ন মোকাম থেকে ব্যবসায়ীরা বীজ আলু হাটে এনে কৃষকদের কাছে বেচছেন। এক কেজি বীজ আলু পঞ্চাশ থেকে ৫৫ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা সদরের হাটে গতকাল সোমবার হাটবারে আট থেকে দশজন ব্যবসায়ী বিভিন্ন মোকাম থেকে বীজ আলু এনে বেচেছেন।
ব্যবসায়ী চান মিয়া নুরুল বলেন, জয়পুরহাট এলাকা থেকে তারা তিন - চার জাতের বীজ আলু এনে বেচতে হাটে তুলেছেন। কৃষকের বেশী চাহিদা হলো রোমানা জাতের বীজ আলু।
এছাড়া কার্ডিনাল (কাঠিলাল ), দেশী জাতের বীজ আলুর বেশ চাহিদা আছে। রোমানা জাতের এক কেজি বীজ আলু ৫২ থেকে ৫৫ টাকা দরে কেনাবেচা করেছেন। আর কার্ডিনাল (কাঠিলাল ) দেশী জাতের বীজ আলু দাম ৪৫ থেকে ৫০ টাকা কেজির মধ্যে বলে জানানো হয়। প্রতিবেদককে ব্যবসায়ীরা আরো বলেন পুরোদমে বীজ আলু কেনাবেচা লাগলে দাম কিছুটা কমে আসবে। তখন মোকাম বাজারের বীজ আলু ছাড়াও গৃহস্থ পরিবারে সংরক্ষণ করে রাখা বীজ আলু বেচাকেনায় হাটে উঠবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :