AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে কাশিয়ানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


Ekushey Sangbad
কাশিয়ানী প্রতিনিধি,গোপালগঞ্জ
০৮:০২ পিএম, ২৩ অক্টোবর, ২০২৪
ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে কাশিয়ানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়। এদিকে, ঘূর্ণিঝড় ডানার খবরে উপজেলার আমন, বোরো ও শীতকালীন সবজি চাষীদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। বোরো আবাদের জন্য কৃষকরা বীজতলায় বীজ ফেলেছেন। অতিবৃষ্টি হলে বীজতলায় জলাবদ্ধ হয়ে বীজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

বৃষ্টির কারণে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ বিপাকে পড়েছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকরা। বীজতলা প্রস্তুত ও বীজ বপন করছেন তারা। ভারি বৃষ্টিতে এসব বীজতলা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কাশিয়ানী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে এ বছর প্রায় ১২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী ইজাজুল করিম জানান,‘ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি মোকাবেলায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমন ধান শতাংশ পরিপক্ব হলে তা কেটে ফেলার জন্য কৃষকদের বলা হয়েছে। এছাড়া পেঁপে, কলাসহ মৌসুমি সবজি ও ফল পরিপক্ব হলে দ্রুত সংগ্রহ করতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!