হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একদল ডিবি পুলিশ মাধবপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ মো: জামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে একদল ডিবি পুলিশ।
গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ সূত্রে জানা যায়, (২৫ অক্টোবর) শুক্রবার ভোর অনুমান ০৪:৫৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের অর্ন্তগত গন্ধবপুর সাকিনস্থ আব্দুল আজিজ এর পুত্র মো: জামাল হোসেন (৩৩) এর উত্তর পূর্ব পাশ্বের কক্ষ তল্লাশী করিয়া ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
এসময় মাধবপুর থানাধীন সুয়াবই গ্রামের ফরাস উদ্দিন এর পুত্র মো: রুবেল মিয়া (৪০), পালিয়ে যায়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মাহমুদুল হাসান ও এএসআই (নিঃ) মোহাম্মদ আঃ আলিম, সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাধবপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মো: জামাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামী মো: রুবেল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান। উক্ত বিষয়ে নিয়মতি মামলা প্রক্রিয়াধীণ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :