AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ফরিদপুরে ২ জনের মৃত্যুদণ্ড


চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ফরিদপুরে ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন হত্যা মামলায় জড়িত দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- ফরিদপুরের খাসকান্দির মৃত মইনুদ্দিন শেখের ছেলে শহিদ শেখ ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুরের হালিম শেখের ছেলে নজরুল শেখ। এছাড়া ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার সময় শহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া অপর দুই জন পলাতক রয়েছেন।

জানা যায়, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন একজন ইজিবাইক চালক। গত ২০২১ সালের ২১ মার্চ মোকছেদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরিদপুরে আসেন তিনি।

এর দুইদিন পর ২৩ মার্চ বেড়িবাঁধ এলাকায় বাবুল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন একজন ইজিবাইক চালক। ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় চারজন যুবক গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড থেকে বাবুলের ইজিবাইকটি ফরিদপুর শহরে আসার উদ্দেশ্যে ভাড়া করেন। পরে ফরিদপুর এসে ওই রাতেই যাত্রীরা শহরের মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার রাস্তার ঢালে বাবুল হোসেনকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে।  

এ ঘটনায় নিহত বাবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানি শেষে আদালত আজ মামলার এ রায় ঘোষণা দেন।  

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পিপি অ্যাড. নওয়াব আলী মৃধা জানান, ইজিবাইক চালক বাবুল হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।  

তিনি আরও জানান এ রায়ের ফলে দেশে অপরাধপ্রবণতা কমে আসবে এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসতে ভূমিকা রাখবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!