বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরিব অসহায়দের চিকিৎসা প্রদান করা হয়। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
২৭ অক্টোবর (রবিবার) উপজেলার থানার মোড়, জোনাইল উচ্চ বিদ্যালয় ও বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন যুবদলের নেতৃবৃন্দ। সারাদিন ব্যাপি হাফ ডজন চিকিৎসক এ চিকিৎসা সেবাদেন এবং এমন মহৎ উদ্যোগে আয়োজকদের ধন্যবাদ জানান চিকিৎসকগণ। চিকিৎসার পাশাপাশি ঔষুধ পত্রও ফ্রিতে দিতে দেখা যায়। এমন সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সেবা প্রার্থীরা।
থানার মোড় ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও জোনাইল উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মাসুদ তালুকদার সোহেল।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিনদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ৭দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির গ্রহন করেছেন ।
আজ ফ্রি মেডিকেল উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মাজেদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য আল-আমিন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবির, পৌর শ্রমিক দলের সভাপতি বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সৌরভ, এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামিম আহম্মেদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :