২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ৫ই আগস্টের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদী পুত্র শামিম সাঈদী।
রোববার (২৭ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দার সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠে বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় শামীম সাঈদী বলেন, আওয়ামীলীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিলো। যার ফলস্বরূপ ৫ই আগস্ট তাদের পতন হয়েছে।
নগরকান্দা উপজেলা জামাতের আমির মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাারোয়ার হোসেন এর সঞ্চালনায় আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এনায়েত হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদা সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত শিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :