সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু দাবিতে মানববন্ধন করেছে ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার ( ২৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিএ কলেজ রোড ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনটির গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি`র নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালু করতে হবে। যদি চালু না হয় তাহলে উত্তরবঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। বক্তারা আরো বলেন জেলার অতি প্রাচীন ও ঐতিহ্য ট্রেনের ঝকঝক শব্দে ঘুম ভেঙ্গে যেত। ব্যবসা বানিজ্য যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারনে জেলায় নানারকম উন্নয়নের হাতছানি পড়তো৷ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগ্রই ট্রেন চালু না করা না হলে সকল সুবিধা থেকে জেলার সকল পর্যায়ের জনসাধারণ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ট্রেন চলাচল বন্ধর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোছা: পারভিন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি খাতুন ও আবু হুরায়রাসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :