২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামাতের নেতাকর্মীদের উপর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ও বিচার দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এ সামাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি জামাতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা গোলাম রব্বানী।
গোবিন্দগঞ্জ উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ডাঃ আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য নূরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৬ সালে ঢাকার পল্টনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াতের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে করা হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :