সামাজিক ও শিক্ষা সহায়তামূলক সংগঠন আল ইহসান ফাউন্ডেশন জুড়ী এর নির্বাহী কমিটির সভা আজ সোমবার (২৮ অক্টোবর) রাত ৮ টায় পোস্ট অফিস রোডস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আল ইহসান ফাউন্ডেশনের সভাপতি মুজিবুর রহমান আজিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি মাওলানা আব্দুল বারেক শাহী, উপদেষ্টা হাফিজ নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরুর রশীদ পলাশ, ছাত্র কল্যাণ ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মুরাদ, অফিস সম্পাদক ইকবাল হোসাইন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাবীবুর রহমান হাবীব, ব্যবসায়ী কল্যাণ সম্পাদক সাইদুল আমীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসকর আলী, সহকারী কোষাধ্যক্ষ জাকির হোসাইন শান্ত, সহকারী কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :