AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রকাশ্যে জুয়া: আটক ০৮


সুনামগঞ্জের ধর্মপাশায় প্রকাশ্যে জুয়া: আটক ০৮

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চান্দুনগর গ্রামের সামনে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বিকেল ৫টার দিকে ৮ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান, এবং তার সঙ্গে ছিলেন এসআই বদিউজ্জামাল, উজ্জ্বল মোল্লা ও সঙ্গীয় ফোর্স।

আটককৃতদের মধ্যে রয়েছেন রুমান (২২), বাপ্পী (২০) (গ্রাম: চকিয়াচাপুর), মো. হৃদয় মিয়া (২৬), জালাল মিয়া (৩৫) (গ্রাম: বরইহাটি), উত্তম দে (৩৫), মানিক (২৭) (গ্রাম: পাইকুরাটি), হাইউল মিয়া (২৪) (গ্রাম: বারহাট্টার বাহাদুরপুর) এবং জুয়েল মিয়া (১৮)। জুয়েল মিয়া সরাসরি জুয়ায় অংশগ্রহণ না করলেও সঙ্গ দেয়ার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

রুমান মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। আটককৃতদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামান বলেন, “জুয়া সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায়। আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!