জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও বিকেলে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় আদিবাসী নেতা নীরেন চন্দ্র এক্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান,দপ্তর সম্পাদক নকুল পাহান,সদস্য যোগেশ উরাও, রবিউল টুডু,অজিত মুন্ডা,জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মার্টিন মুরমু, আদিবাসীনেত্রী সাগরিকা বিশ^াস, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান এবং আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সদস্য পলাশ পাহান প্রমুখ। শেষে সকলের সর্ব সম্মতিক্রমে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে নীরেন চন্দ্র এক্কা, সাধারণ সম্পাদক পদে প্রশান্ত পাহান ও সাংগঠনিক সম্পাদক পদে সবিতা উরাও নির্বাচিত হয়েছেন। অপরদিকে, সহ-সভাপতি পদে সাগরিকা বিশ^াস ও নিপেন মুন্ডা,সহ-সাধারণ সম্পাদক পদে অসিত ভূইমালী,অর্থ বিষয়ক সম্পাদক পদে দুলী উরাও,দপ্তর সম্পাদক পদে স্বপন মালো, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শিউলী মুর্মু,নারী বিষয়ক সম্পাদক পদে দুলালী মালী, প্রচার সম্পাদক পদে জয় পাহান, স্বেচ্ছাসেবক সম্পাদক পদে অনিতা মাহাতো,সদস্য পদে অলিপ পাহান,সহিন পাহান,শ্যামল পাহান,সুরেন উরাও,বিজয় উরাও,বিকাশ উরাও,বানেশ^র মুর্মু, অরুন ভূইমালী,লখিন্দ্র উরাও নির্বাচিত হন। নব- নির্বাচিত কমিটির নামের তালিকা মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের নিকট হস্তান্তর করেন জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :