শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী (৪২) কে শেরপুর সদরের বয়ড়া পরানপুর এলাকা থেকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
গ্রেপ্তারকৃত আনার আলী শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামের আজিত উল্লাহ শেখের ছেলে। ২৯ অক্টোবর দুপুরে বয়ড়া পরানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর দুপুরে দুপুরে শেরপুর সদরের বয়ড়া পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি আনার আলীকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আনার আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এ অভিযান অব্যহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :