AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন ‘বিনা লাভের বাজার’


মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন ‘বিনা লাভের বাজার’

বাজার সিন্ডিকেট ভাঙতে মৌলভীবাজারে চালু হয়েছে ‘বিনা লাভের বাজার’। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধা পর্যনাত মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই বাজার চালু করেন। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই বাজার। সেই সাথে ক্রেতাদের মাঝেও ছিলো স্বস্তি। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রতিদিন এই বাজার চালু থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারটিতে বেগুন ৬০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ ৩০ টাকা, কুমড়া ৩০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মরিচ কেজি ১৩০ টাকা, শসা ৩০ টাকা, ধনে পাতা কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা সবজি কিনতে বাজারে ভিড় করেছেন। সাধারণ বাজার থেকে প্রতিটি পণ্যের দাম প্রায় ২০-৩০ টাকা পর্যন্ত কম বলে জানিয়েছেন ক্রেতারা। 

আলাপকালে একাধিক ক্রেতা জানান, স্থানীয় বাজারেই সবজির দাম কেজি প্রতি ২০-৪০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে আমরা কম টাকায় অনেক সবজি কিনতে পেরেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের ছাত্র প্রতিনিধি জাকারিয়া ইমন জানান, ভোক্তারা যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, তাই  ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাইকারি বাজার থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্যের ব্যবধান কমেছে। আমরা মোট ১৫টি পণ্য বিক্রি করছি। আলু, বেগুন, শশা, লাউ, কাচামরিচ, শাক-সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের জেলা ছাত্র প্রতিনিধি সামায়েল রহমান জানান, নিত্যপ্রয়োজনীয় ১৫ প্রকারের শাকসবজি নিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে।  সকাল থেকে প্রায় ৫০০ ক্রেতা ন্যায্যমূল্যে কাচাঁমাল ক্রয় করার সুযোগ পেয়েছেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বাজার কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের জেলা ছাত্র প্রতিনিধি সামায়েল রহমান, জাবেদ রহমান, তানজিয়া শিশির, আশরাফ, জাকারিয়া ইমন প্রমুখ।

আয়োজকদের অংশীজন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি এহসান জাকারিয়া বলেন, লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের জেলা কর্তৃক বিনা লাভের বাজার আয়োজন করায় আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত এই কার্যক্রমের সহযোগিতা করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!