AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে নিষেধাজ্ঞা ইলিশ ধরায় ৯ জনকে ৭ দিন কারাদণ্ড


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
১০:১৭ এএম, ৩০ অক্টোবর, ২০২৪
সদরপুরে নিষেধাজ্ঞা ইলিশ ধরায় ৯ জনকে ৭ দিন কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে।

গতকাল মঙ্গলবার বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে কে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী হাকিম আল মামুন জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে। আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)। এর চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযানকালে অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিরতরণ করে। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!