AB Bank
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি


চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম সরেজমিন পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার উত্তরের ষাটনল থেকে শুরু করে দক্ষিণের আরো বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তিনি। পরে নৌ পুলিশের মোহনপুর ফাঁড়ি ঘুরে দেখেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, মা ইলিশ নিধন প্রতিরোধে পুলিশকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।

২২ দিনের এই নিষেধাজ্ঞার আর বাকি যে কয়েকটি দিন আছে। সেই দিনগুলোতে কঠোর অবস্থানে অভয়াশ্রমে টহল বাড়াতে হবে। যাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে নদীতে নামতে না পারে। এ সময় দায়িত্ব পালনে নৌ পুলিশের সদস্যদের আরো সচেষ্ট থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন, নৌ পুলিশ প্রধান কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মুক্তা ধর, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় ডিম ছাড়ার এই সময় মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

একুশে সংবাদ/ এস কে

Link copied!