AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৭:০২ পিএম, ৩০ অক্টোবর, ২০২৪
নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে প্রধান আসামী তার স্বামী শাহ জামাল (৩৫)কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ জামাল একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে। হত্যার শিকার গৃহবধূ শিউলি খাতুন জেলার গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে শাহ জামাল একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। প্রথম দিকে মেনে না নিলেও ২০ হাজার টাকা যৌতুক দেওয়ার শর্তে শিউলিকে ঘরে তুলে নেন শ্বশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

২০১১ সালের ১ জানুয়ারি রাতে শিউলির স্বামী শাহ জামাল স্ত্রী শিউলিকে শ্বাসরোধ করে হত্যা করে পরিবারের সবাই পালিয়ে যায়। পরেরদিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহ জামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে আসামি করে হত্যা মামলা করে।

অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে ১৩ বছর পর প্রধান আসামি শাহ জামালের উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম শিউলির বাবা-মাকে প্রদানের নির্দেশ দিয়েছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!