ওজনে কম দেয়ার অপরাধে কালীগঞ্জে সরকার ফিলিং ষ্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪৬ ধারায় একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকার সরকার ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী মৃত আবুল মজিদ ঢালীর পূত্র মোঃ বশির উল্লাহকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বিএসটিআই গাজীপুরের পরিদর্শক শিখন সাহা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :