AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই


রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুগরা পাড়া চৌরাস্তা থেকে বৈদ্যের বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা, যেন দেখার কেউ নেই।

উপজেলার মোগড়াপাড়া থেকে বৈদ্যের বাজার পর্যন্ত রাস্তার সংস্কার অতি জরুরী হয়ে পড়েছে। এই রাস্তায় প্রায় চল্লিশটি গ্ৰামের লেকের যাতায়াত,৩০শে অক্টোবর (বুধবার) সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার থানা, উপজেলা অফিস, সাব রেজিস্টার অফিস উপজেলা হাসপাতালসহ একাধিক মিল ইন্ডাস্ট্রির এক মাত্র যাতায়াত পথ। রাস্তা সংস্কারের অভাবে প্রতি নিয়ত ঘটেছে দুর্ঘটনা। রোগীর স্বজনরা রোগী নিয়ে  এসে নিজেই হয়ে যান রোগী। 

এছাড়াও উপজেলার বৈদ্যের বাজার ঐতিহ্যবাহী মাছের বাজার। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। রাস্তা সংস্কার এর অভাবে বন্ধ হতে চলেছে ঐতিহ্য বাহী মাছের বাজার। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গাড়ির জ্যাম লেগেই থাকে। উপজেলা প্রশাসন তাদের নিয়মিত কাজ করতে ব্যহত হচ্ছেন। এমতাবস্থায় এই রাস্তা সংস্কার অতি জরুরী হয়ে পড়েছে।

সোনারগাঁ থানার ওসি মোঃ আব্দুল বারী বলেন, এই রাস্তাটি চলাচলের অনুপযোগী। রাস্তা ভাঙ্গার কারণে প্রতিদিন সবসময় গাড়ির জ্যাম লেগেই থাকে। থানায় আসার এক মাত্র যাতায়াত পথ এটি। আম চাই অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।

গাড়ি চালকদের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলায় পড়ে আছে। গাড়ি দিয়ে যাত্রি চলাচলের অনুপযোগী। প্রতি দিন ঘটছে দুর্ঘটনা। আমরা এই রাস্তাটি সংস্কার অতি জরুরী। সরকারের নিকট আকুল আবেদন এই রাস্তাটি সংস্কার করা হোক।

এই বিষয়ে জানতে চেয়ে সড়ক ও জনপথ (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস কে মোবাইলে কয়েক বার চেষ্টা করেও পাওয়া যায় না। পরে (সওজ) এর প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান এর সাথে যোগাযোগ করলে তিনি একটি  মেসেজ পাঠান। এতে তিনি বলেন, এই রাস্তাটি আমার এখতিআরে নেই, তার পরো আমি সংশ্লিষ্ট প্রকৌশলী কে ফোন করে বলে দিচ্ছি যেন দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয়, এবং তিনি এসিয়ান হাইওয়ে নয়াপুর-মদনপুর রাস্তা সংস্কারের বিষয়ে খোঁজ খবর নেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!