দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০১ নভেম্বর (শুক্রবার) জাতীয় যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং প্রশিক্ষনাথীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশানসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন,যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন আহমেদ খান, সহকারী পরিচালক হারুন অর রশিদ,একে এম ফজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ঋণের চেক বিতরণ ও বিভিন্ন ট্রেডে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে র্যালির শুরু পূর্বে যুব ও যুবতীর শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক। এসময় বিভিন্ন যুব সংগঠনের নেতবৃন্দ,স্বেচাসেবকী সংগঠনসহ জেলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :