"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া, সমবায় কর্মকর্তা আব্দুল হানিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, মতিউর রহমান ও সাগরিকা খাতুন প্রমুখ। পরে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সরিষাবাড়ী দৃষ্টি বাংলা এনজির পরিচালক বাদশা ভূইয়া।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :