জামালপুরের বকশীগঞ্জে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ১ নভেম্বর (শুক্রবার) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার র্কাযালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুরুজ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, যুব উদ্যোক্তা আল আমিন, যুব উদ্যোক্তা শামীমা বেগম।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ৬ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৫ লাখ টাকা ৬০ হাজার টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :