"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার রেলী, আলোচনা সভা, যুব ঋন বিতরন, প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরন করা হয়েছে । সকাল ১০ টায় একটি রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রশিক্ষিত যুবক মোঃ মনিরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ খলিলুর রহমান ও আহাদ হোসাইন সুমন সহ বিভিন্ন প্রশিক্ষিত যুবক যুবতী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে ১১ জনকে ৬ লক্ষ টাকা যুব ঋন প্রদান করা হয় এবং ৩০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরন করা হয়েছে । আলোচনার শুরুতেই শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :