মাগুরার শ্রীপুর উপজেলাকে পলিথিন মুক্ত উপজেলা গড়ার ঘোষনা দিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে খামারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন রাখার দায়ে অভিযুক্ত কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযান শেষে এসব জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালতে অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী জানান, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিলো। আমরা পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। তার ই অংশ হিসেবে আমরা শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে বেশ কিছু পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক। যেহেতু পলিথিন পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর তাই আমরা শ্রীপুর উপজেলার অন্যান্য বাজারের দোকান গুলোতেও অভিযান পরিচালনা করবো। এবং এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আমরা পলিথিনের বিকল্প কিছু যদি কেউ বাজারে আনতে চায় আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহোযোগিতা করবো। যদি কেউ এধরনের উদ্যোক্তা হতে চাই আমরা তাদেরকে আহ্বান করছি যেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :