" সমবায়ে গ্রব দেশ,বৈষম্যীন বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার সেক্রেটারী মিজানুর রহমান মোল্লা, বিশিষ্ট সমবায়ি সংগঠক এস এম সাইফুজ্জামান,
সাংবাদিক মুসাফির নজরুল, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মহিতোষ কুমার বিশ্বাস, মোঃ শফিকুজ্জামান রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আহমেদ সাজ্জাদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের করকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :