জামালপুরের মাদারগঞ্জে অপরিপক্ব ভুট্টা বীজ দিয়ে কৃষকের ক্ষতি ও ডিলারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এক কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বীজ ডিলার মোঃ আলমগীর হোসেন।
০২ নভেম্বর (শনিবার) উপজেলার গাবেরগ্রাম বাজারে বন্ধন জেনেটিক কোম্পানির বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তগোগী ডিলার আলমগীর হোসেন জামালপুর জেলার মেলান্দহ উজেলার পাছপয়লা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মায়ের দোয়া বীজ ভান্ডার নামে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে ভুক্তগোগীর ব্যাবসা প্রতিষ্ঠান (দোকান)। সংবাদ সম্মলনে আলমগীর হোসেন লিখিত অভিযোগটি পাঠ করে শুনান।
তিনি বলেন ২০২২ সালে বন্ধন জেনেটিক কোম্পানির নিকট হইতে জয় কিষান ভুট্টা বীজ ক্রয় করে মায়ের দোয়া বীজ ভান্ডার, সে সকল বীজ মাদারগঞ্জ উপজেলার ৪শত কৃষকের কাছে বিক্রি করে মায়ের দোয়া বীজ ভান্ডার। কিছুদিন পরে কৃষকরা অভিযোগ করেন যে, সে সকল বীজ ভালনা ঐসব বীজের সকল গাছ মরে যাচ্ছে। বিষয়টি বন্ধন জেনেটিক বীজ কোম্পানিকে জানালে তারা আশ্বস্ত করেন যে, কৃষকের ক্ষতিরপুরন দিবেন। কিন্তু দিবে দিচ্ছি করে সময় খ্যাপন করে ২০২৩ সালে ডোমান নীলফামারীতে ডিলারের বিরুদ্ধে ত্রিশ লক্ষ টাকার চেক ডিজওনার মামলা দায়ের করেন কোম্পানির রিকোভারী অফিসার মোঃ জয়নাল আবেদীন। যাহার মামলা নং-২২৪/২০২৩। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ডিলার, কৃষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার বাদী জয়নাল আবেদীনের বক্তব্য নেওয়ার জন্য তাহার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :