গভীর সাগরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফওজিয়া মিমের মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী বাস চালক, এমনই তথ্য জানিয়েছেন পুলিশ।
শুক্রবার রাতে জামিল হোসেন নামে ওই বাস চালকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুর ৩টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কয়েকদফা অভিযান চালিয়ে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম।
সময় পেলেই ঘাতক ওই বাস চালক পটুয়াখালী থেকে গভীর সাগরে চলে যেতেন জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, প্রথমে নিজ গ্রম তারপর ঢাকা এবং সর্বশেষ এক আত্বীয়ের বাড়িতে অবস্থান নেয় জামিল। সেখান থেকে সে পরিকল্পনা করছিলেন যে গভীর সাগরে চলে যাবেন এবং জেলেদের সাথে থাকবেন কিন্তু তার আগেই তাকে আমরা গ্রেফতারে সক্ষম হয়েছি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় নারায়নগঞ্জ ট্রাভেলস এর চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মিম নিহত হন।
এর পরপরই ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীসহ ১০ দফা দাবীতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :