AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বগুড়ায় ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:০৮ পিএম, ২ নভেম্বর, ২০২৪
বগুড়ায় ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

বগুড়া আদমদীঘিতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়দানকারী জালাল হোসেন ওরফে বাবু (৪৬) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও কমান্ডার সাকলাইন। গত শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতাহার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক উপজেলার সাঁতাহার এলাকার মৃত জাবেদ আলী ছেলে। 

দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও কমান্ডার সাকলাইন জানান, সেনা কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক জালাল হোসেন ওরফে বাবু দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় চাকুরী প্রত্যাশীদের ব্যক্তিদেরকে নিজেকে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে প্রতারণা করে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয় এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার সাঁতাহার এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। একপর্যায়ে খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া যায় তিনি ভুয়া উচ্চ পদস্থ সেনা কর্মর্কতা পরিচয় দিয়েছেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া সেনা কর্মকর্তা বলে স্বীকারও করেন। এ সময় তাকে তল্লাশী করে তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার করা হয়। এছাড়া উক্ত ভুয়া মেজরের প্রতারণার বিষয়ে দিনাজপুর জেলায় তাহার বিরুদ্ধে একাধিক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুর জেলা পুলিশ উক্ত ভুয়া মেজরকে পুনঃ গ্রেফতারের আবেদন প্রদান পূর্বক সংশ্লিষ্ট আদালতে বিচারের জন্য নিয়ে যাবে। 

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত ভুয়া মেজর পরিচয়দানকারী জালাল উদ্দিন ওরফে বাবুর বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দায়ের হলে গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!