মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের কারণে ফেরিসহ ভারি নৌযান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ৯টার পর থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত ওই পথে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ বেশ কিছুদিন ধরে এ রুটের বিভিন্ন পয়েন্টে ড্রেজিং কার্যক্রম চালালেও তাতে কোনো ফল আসেনি। তাদের দাবি, দ্রুত পানি হ্রাস ও মূল চ্যানেলের বিভিন্ন অংশে ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় নৌযান চলাচল বন্ধ রয়েছে।
নাব্যতা সংকটে গত দুইদিন ধরে আরিচা-কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে পাবনাসহ উত্তরের কয়েকটি জেলার যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। ঘাটের দুইপ্রান্তে কয়েকশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে, নৌ রুটটি দিয়ে চলা যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি জানায়, ফেরি চলতে যে পরিমাণ পানির গভীরতা প্রয়োজন তা আরিচা এপ্রোচ চ্যানেলের কাছে নেই। ফলে ফেরি ডুবোচরে আটকে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার (১ নভেম্বর) রাত থেকে ফেরি চলাচল পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়।
একুশে সংবাদ/ঢা.প./সাএ
আপনার মতামত লিখুন :