AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০২:১৪ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে বি. এ কলেজ রোডে, আমরা সিরাজগঞ্জ বাসী ব্যানারে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ  হারুন অর রশিদ খান হাসান এর  সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জ্বরুরী,  কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে  সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে  দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে  ব্যর্থ হয়। প‌রে রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। ঠিক ডুবু‌রী টিম আসতে  আসতে সেই পানিতে পড়া মানুষজন মারা যায়। তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে ডুবুরি ইউনিট সংযুক্ত কর‌তে হবে অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক।
মানববন্ধনে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, নোটারি পাবলিক এডভোকেট ও কর আইনজীবী কল্যাণ সাহা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন , জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ এস কে 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!