AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তার মাঝে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের খুটি,ভয়াবহ দূর্ঘটনার আশংকা


রাস্তার মাঝে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের খুটি,ভয়াবহ দূর্ঘটনার আশংকা

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের বালুয়াপাড়া  চৌরাস্তার মোড়ের মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের খুঁটি স্হাপন করা হয়েছে। সাথে ফোর ফোরটি লাইনের সংযোগ দেওয়া হয়েছে। যা খুবই ঝুঁকি পূর্ণ । চার রাস্তার মাঝে খুটি থাকায় যে কোন সময় গাড়ীর ধাক্কায় খুটি ভেঙে ভয়াবহ  দূর্ঘটনা ঘটে প্রানহানি সহ ব্যবসা প্রতিষ্টানে আগুন ধরে যেতে পারে। 

 অনুসন্ধানে দেখে গেছে এই আঞ্চলিক রাস্তার মোড় দিয়ে প্রতিদিন নেত্রকোনা ,কিশোরগঞ্জসহ ময়মনসিংহ থেকে কেন্দুয়া আটপাড়া, মোহনগঞ্জগামী হাজার হাজার গাড়ী দিবা-রাত্রী চলাচল করে। ইতিমধ্যে কয়েকটি ছোটখাটো দূর্ঘটনার কথা জানা গেছে। বালুয়াপাড়া মোড়ের ইব্রাহিম মার্কেটের মালিক সুমন ও বেগ মার্কেটের মালিক বেগ ফারুক আহাম্মেদ জানান এর আগে এই বিদ্যুৎ লাইন রাস্তার উত্তর পাশ প্রবাহমান খালের পাশে নিরাপদ স্থানে ছিল।

সেখান থেকে খুটিটি উত্তোলন করে রাস্তার মাঝখানে প্রতিস্থাপন করায় আমরাসহ এলাকাবাসী পথচারী,যানবাহনের চালকরা সর্বদা ঝুঁকির মধ্যে থাকি। 

জানা গেছে সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রাস্তার উত্তর পাশ দিয়ে প্রবাহমান খালের উপর বক্সকালর্ড নির্মান করে ব্যাক্তিগত মার্কেট নির্মাণ করেন। তার নির্মিত মার্কেটের ব্যক্তিগত সুবিধা ভোগের জন্য তার ক্ষমতা প্রয়োগ করে  এই বিদ্যুৎ খুটি রাস্তার মাঝখানে স্থাপন করেন।

এবিষয়ে গৌরীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন যেহেতু মেয়র সৈয়দ রফিকুল ইসলাম 

বিদ্যুৎতের খুঁটি সরিয়ে চৌরাস্তার মাঝ খানে রেখেছেন সেটা পৌর প্রসাশক নির্দ্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এই জটিল বিষয়টি অবগত হয়েই তাৎক্ষনিক আবাসিক প্রকৌশলীকে ঝুকি পূর্ন বিদ্যুৎ খুটিটি সুবিধাজনক স্থানে স্থান্তার করার নির্দ্দেশ দেন।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!