ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে কারখানার সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাজীপুরে শ্রীপুরে গ্রীণ স্মার্ট পোশাক কারখানার সামনে এঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ৩ টি শ্রমিকবাহী বাস ভাঙচুর করে। থানা পুলিশ বলছেন, কারখানা কর্তৃপক্ষের অভিযোগকে আমলে নিয়ে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
রোববার (৩নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় গ্রীণ স্মার্ট পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। জানা যায় , এই কারখানার ঝুট ব্যবসার জন্য মেসার্স আর কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজল ফকির ও রানা আহমেদকে ওয়ার্ক অর্ডার (কাজের আদেশ) দেয় কারখানা কর্তৃপক্ষ। তারা গত প্রায় তিন মাস যাবত বৈধভাবে ওই কারখানার সাথে ব্যবসা করছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামে এখনও ওয়ার্ক অর্ডার রয়েছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে তেলিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ: জলিল ও দেলোয়ারের নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কারখানার শ্রমিকবাহী ৩টি বাসে হামলা করে ভাঙচুর করে। এ সময় বাসে থাকা শ্রমিকরা ভয়ে ছোটাছুটি শুরু করে। বাস ভাঙচুরের সময় আহত হয় এক চালকসহ ৫ জন শ্রমিক। এলাকাবাসী জানিয়েছেন, দেলোয়ার ও রানা আহমেদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু`র অনুসারী। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে তাদের মধ্যে দুটি গ্রুপ সৃষ্টি হয়। এলাকায় আতংক সৃষ্টি করার কারণে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।
শ্রীপুর উপজেলা শ্রমিকদল শিল্পাঞ্চল কমিটির সদস্য সচিব রানা আহমেদ বলেন, আমি বৈধ ওয়ার্ক অর্ডারে ব্যবসা করছি। এ ঘটনাটিতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল ও দেলোয়ার নেতৃত্ব দিয়েছে । তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি।
অপরদিকে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, রানা আহমেদের নেতৃত্বে সন্ধ্যার দিকে শতাধিক মানুষ দা লাঠি এনে আমাদের উপর আক্রমণ চালিয়েছে।
এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) জানান, এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পর মামলা হয়েছে। বাসে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :