AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গা নারী উদ্ধার


সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গা নারী উদ্ধার

টেকনাফে সাগর পারি দিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ১২ রোহিঙ্গা নারী-কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত চার দালালকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় কিশোরী রয়েছে। তারা সবাই উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

আটকরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় চারজনকে আটক করে উদ্ধার করা হয় ১২ জনকে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!