AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরাঞ্চলের মানুষের দৈনন্দিন  জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৯:২০ পিএম, ৪ নভেম্বর, ২০২৪
উত্তরাঞ্চলের মানুষের দৈনন্দিন  জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

উত্তরাঞ্চলের মানুষ বেঁচে থাকার আশা জাগানো মানুষের জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

সোমবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র-জিইউকে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে। 

আলোকচিত্রী সৈকত মজুমদারের আলোকচিত্র নিয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এবং সম্মানীয় অতিথি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান ও জিইউকে রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। 

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিইউকের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর মেরী রশিদ। 

এই প্রদর্শনী আগামি ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবংর চিত্র সকলের জন্য  উন্মুক্ত থাকবে বলেও জানান আয়োজক বৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!