AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেড় মাস পর আজ খুলছে সাজেকের দুয়ার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৫ এএম, ৫ নভেম্বর, ২০২৪
দেড় মাস পর আজ খুলছে সাজেকের দুয়ার

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। একই সঙ্গে আনন্দ দেখা দিয়েছে পাহাড় ভালোবাসা পর্যটকদের মনেও।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটকরা পাহাড়ি এ জেলার সব পর্যটন স্থানের পাশাপাশি যেতে পারবেন সাজেকও। এতে করে দীর্ঘ একমাস পর এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে, পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ নানান সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন পর্যটন ব্যবসায়ীরা।

পাহাড় আর প্রাকৃতিক ঝরনার অপার সৌন্দর্যের সমাহার পার্বত্য এ জেলা খাগড়াছড়িতে। দীর্ঘ একমাস পর এখানে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। তাইতো পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটনসংশ্লিষ্টরা।

এখানকার গাড়ি চালকরা জানান, এটাই তাদের জীবিকা। শুধু তাই নয়, প্রতিদিন নতুন নতুন মানুষকে পাহাড়ি সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো তাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় তারা বেশ আনন্দে আছেন।

হোটেল ও মোটেল মালিকরা বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞায় গত একমাসে খাগড়াছড়িতে পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার লোকসান হয়েছে। এবার তা কাটিয়ে উঠতে চান তারা।

স্থানীয় হোটেল ব্যবসায়ী সাগর বলেন, ‘আজ থেকে যেহেতু হোটেল খুলে দিচ্ছে, ফের এ অঞ্চল প্রাণ ফিরে পাবে। এরই মধ্যে আমরা পর্যটকদের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।’

খাগড়াছড়ি পর্যটন করপোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার বলেন, ‘আজ থেকে পর্যটক আসা শুরু হবে। পর্যটকের আনাগোনা বাড়লে আমাদের যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পারবো।’

জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান।

তিনি বলেন, ‘পর্যটনকে কেন্দ্র করে এখানকার জীবন-জীবিকা গড়ে ওঠেছে। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় এ এলাকা আবারও পর্যটকদের উপস্থিতিতে সরব থাকবে।’

 

একুশে সংবাদ/এনএস

Link copied!