‘সুস্থ দেহ সুন্দর মন’ এই শ্লোগানকে সামনে রেখে।চট্টগ্রাম মহানগরে (অনুর্ধ্ব-১৫) বছরের বালকদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এম.এ আজিজ স্টেডিয়াম সিজেকেএস সুইমিংপুলে আজ মঙ্গলবার (৫-নভেম্বর)।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর ৬টি প্রতিষ্ঠানের ৩৬ জন সাতারু ক ও খ ২টি গ্রুপে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ সহ সাবেক জাতীয় সাতারু মোঃ মাহবুবুর রহমান সাগর।
প্রধান অতিথি তিনি বলেন, লেখাপড়া পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের জন্য সাঁতারের কোন বিকল্প নেই। তাই প্রত্যেককেই নিয়মিত খেলাধুলার করার জন্য উদ্বৃদ্ধ করেন, প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদেরকে ধন্যবাদ জানান। সাঁতার পরিচালনায় কোচ হিসেবে ছিলেন দ্বীনুল ইসলাম সহ তার সহকারী কোচ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :