বাগেরহাটের মোরেলগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার ( ৫ নভেম্বর ) পৌর শহরে এই অভিজান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম, বাজারের কয়েকটি দোকানে অভিজান চালিয়ে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তার সাথে ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোরেলগঞ্জের ছাত্র প্রতিনিধি সায়মন জিয়নসহ অনন্য সদস্যবৃন্দ।
এ সময় ইউএনও নাজমুল ইসলাম ব্যবসায়ীদের সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেন। জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ নির্বাহী ম্যাজিস্টেট ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :