AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসাধু ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে আলু ও পেঁয়াজের দাম বেড়েই চলছে


অসাধু ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে আলু ও পেঁয়াজের দাম বেড়েই চলছে

শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলায় আলু ও পেঁয়াজের বাজার অসাধু ও সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান আরো জোরদার করা দরকার। তবে এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে আলু ও পেঁয়াজের দাম বেড়েই চলেছে।

শেরপুরে বিগত দুই বছর পূর্বে পেঁয়াজের দাম প্রতি কেজি সর্বোচ্চ ২৪০ টাকা থেকে ২৮০ টাকা বিক্রয় হতে দেখা গেছে।এবছর ভারতীয় এলসি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।কিন্তু এরপরও থেমে নেই দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ১৪০/১৫০টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিগত বছর গুলোর রেকর্ড ভেঙ্গে আলু ৭০ টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে, যা শেরপুর জেলার সকল হাটবাজারে এমন দামে কখনো আলু বিক্রয় হতে দেখা যায়নি।সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে আলু এবং পেঁয়াজের বাজার এমন অস্থিরতায় ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা অনেকটাই কমে যাবার উপক্রম হয়েছে।নিত্যপণ্যের ও খাদ্যর মধ্যে আলু এবং পেঁয়াজ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারে প্রতিদিন প্রয়োজন রয়েছে।

তাই এমন প্রয়োজনকে পুঁজি করেই বেশি মুনাফার লোভে অসাধু ও সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মাফিক আলু এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খুচরা বাজার অস্থির করে রেখেছে।

বাজার অস্থিরতায় সরেজমিনে স্টেডিয়াম মার্কেটের আলু ও পেঁয়াজ আড়তে গিয়ে আড়তদারদের সাথে কথা বলে জানা যায়, শেরপুরে বেশ কয়েকজন আমদানীকারকদের কাছ থেকে উচ্চমূল্যেয় ক্রয় করে প্রতিমন আলু ২৩৮০ টাকায় ও দেশি পেঁয়াজ প্রতিমন ৫২০০ টাকা এবং ইন্ডিয়ার এলসি পেঁয়াজ ৩৮০০ টাকায় খুচরা দোকানীদের কাছে বিক্রয় করছেন। তবে তাদের অভিযোগ আমদানীকারকরা কোল্ডস্টোরেজ থেকে কমদামে ক্রয় এবং সিন্ডিকেট করে বাজারজাত করার ফলে পেঁয়াজের বাজার যেমন তেমন আলুর বাজার এমন অসহনীয় অবস্থা হয়েছে।

অপরদিকে শেরপুর শহরের নয়আনী কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ীদের সাথে কথা তারা জানান, আড়ত থেকে পেঁয়াজ প্রকার ভেদে কিনে দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি আর এলসি পেঁয়াজ ১২০ টাকা কেজি এবং আলু ৭০ টাকা কেজি দরে বিক্রয় করতে হচ্ছে। এতে তাদের খুব একটা লাভ হচ্ছে না। এছাড়াও তাদের অভিযোগ আমদানীকারক সিন্ডিকেট ব্যবসায়ীরা আলু ও পেঁয়াজের বাজারকে এমন অস্থিরতা করেছে।

এব্যাপারে শেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে অধিক মূল্যে বাড়ালে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এমনটাই জানান।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!