মাসখানেক বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও প্রান্তিক লেকসহ লামার আলিকদম ও নাইক্ষ্যংছড়ির দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যেতে পারবেন।
এর আগে, গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি- এ তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :