গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারী ও শিশু নির্যাতন দমন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম কারাবাসের ভয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে থেকেও তার শেষ রক্ষা হয়নি।অবশেষে গত মঙ্গলবার গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১৩ গাইবান্ধার একটি দল অভিযান চালিয়ে ঢোলভাঙ্গা নামক একটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওইদিন রাতে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নারী ও শিশু নির্যাতন দমনের একটি মামলায় জাহিদুল ইসলাম যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থানে পালিয়ে থাকেন।এ অবস্থায় বিভিন্ন তথ্যের মাধ্যমে জাহিদুল ইসলাম গ্রেপ্তার করেছে র্যাব-১৩।পরে তাকে সাদুল্লাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :