ময়মনসিংহের নান্দাইলে শেরপুর ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে বার্ষিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শেরপুর ইউনিয়নের তালতলা মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।
আশেকে এলাহি হযরত মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী ও মুফতি হাবিবুর রহমান কাশেমীর যৌথ সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আল্লামা জুনাঈদ আল-হাবিব দা.বা. ঢাকা মুফতি মুজিবুর রহমান চাটগামী দা.বা. ঢাকা ও মুফতি রাফি বিন মুনির দা.বা. ঢাকা।
বক্তরা বলেন,আমাদের প্রিয় নবী হয়রত মোহাম্মদ (সাঃ) এর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :