চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রাম পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)`র কর্মকর্তারা। বুধবার (৬ নভেম্বর) সকালে ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক চৌধুরীর নেতৃত্বে বিএডিসি চট্টগ্রাম অঞ্চলের সহকারী প্রকৌশলী মোঃ বেলাল হোসেনসহ পাঁচ সদস্যের একটি প্রকৌশলী টিম ওই এলাকা পরিদর্শন করেন।
এসময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। পরে পুরো এলাকা ঘুরে বৃষ্টি বা বন্যার পানি যাতে জমে না থাকে তার সুবিধার্থে কোন কোন জায়গায় কালভার্ট এবং কোথাও স্লুইস গেট প্রয়োজন আছে কিনা জরিপ করেন। এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে চাষাবাদের সুবিধার্থে কৃষকদের জন্য খেতে পানি দিতে ড্রেন নির্মাণ এবং পানির সেচ কোথায় বসানো যায় জরিপ করেন। জরিপ শেষে সমস্যা চিহ্নিত করে তিনটি স্থানে কালভার্ট নির্মাণের জন্য পরিমাপ করেন।
পরিদর্শন শেষে মহতর পাড়া গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক চৌধুরী বলেন, দেশাত্মবোধ থেকে নিঃস্বার্থভাবে আমার অবহেলিত এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্ঠা করছি। এজন্য কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বিএডিসি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমার এলাকার সমস্যার কথা তুলে ধরে সরেজমিনে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশলী টিমকে নিয়ে এসেছি। তারা বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট শাখার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, এছাড়াও বেড়িবাঁধ সংস্কার, পুরাতন স্লুইস গেইট সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বরাদ্ধের ব্যবস্থা করেছি এবং ভাঙ্গন রোধে বেড়িবাঁধের পাশে ব্লক স্থাপনসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আশা করি এ প্রকল্পসমূহ অনুমোদন হলে অবহেলিত এ এলাকার মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং জীবন মানের উন্নয়ন হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :