জলদস্যুদের গুলিতে বঙ্গোপসাগরে মোকাররম নামে এক জেলে নিহত হয়েছে। তিনি কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা। বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে বঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এই ঘটনা ঘটে।
অক্ষত অবস্থায় ফিরে আসা জয়নাল নামে এক জেলে জানান, তারা ২১ জন জেলে চট্টগ্রামের বাঁশখালীর মুহাম্মদ ঈসমাইলের মালিকানাধীন ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যান। মাছ ধরার সময় বুধবার রাত আনুমানিক ২টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা হামলা চালায় ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হয়। পরে তাকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয় জলদস্যুরা। এরপর অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় তারা।
তিনি জানান, আরেকটি ট্রলারের সহযোগিতায় গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মৃত্যু বরণ করেন মোকাররম।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :