বরিশাল, পটুয়াখালী, ভোলা , ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, মেলার প্রধান অতিথি পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী জেলার প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী জেলার অতিরিক্ত উপ-পরিচালক এইচ. এম শামীম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক বৃন্দ, কৃষকদের পক্ষে মোঃ কবির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক/ কৃষাণীগণ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :