কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার সংলগ্ন নগদাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘাগড়া পশ্চিম পাড়া গ্রামের মাওলানা শের জাহান ও পূর্ব পাড়া সাবেক মেম্বার খোকন মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত দু`দিন ধরে ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা চলে।
বৃহস্পতিবার সকালে খোকন মেম্বার গ্রুপের কয়েকজন ঘাগড়া বাজারে গেলে তাদের মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের লোকজন বল্লাম, টেটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্রপাতি নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ৭ জনকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঘাগড়া পূর্ব পাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে সুজন মিয়া (৪০), তার স্ত্রী জামেলা খাতুন (৩৫), মৃত রইছ ইসলামের ছেলে আবু তাহের মিয়া (৪২), তার ভাই আবু বকর (৩০)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরা সবাই খোকন মেম্বার সমর্থক। টেটাবিদ্ধ হয়ে আহত পশ্চিম পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবু হানিফ (৪০), মোমেন মীরের ছেলে বাবু (২২) ও সুপন মিয়ার মিয়ার স্ত্রী খালেদা (২৮) কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :