রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার অন্তর মোড় এলাকায় পদ্মা নদীতে জেলের জালে একটি কুমিরের বাচ্চা ধরা পড়েছে। যা স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে। এতে নদীতে মাছ স্বীকারে ভয় পাচ্ছেন জেলেরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে জেলে সালাম তালুকদারের জালে কুমিরের বাচ্চাটি ধরা পড়ে। জেলে সালাম তালুকদার পাবনার ঢালার চর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
স্থানীয়রা বলেন, জালে কুমিরের বাচ্চাটি উঠে আসলে এক নজর দেখতে ভীড় জমান স্থানীয়রা। তবে জাল থেকে ছাড়ানোর পরপরই কিছু যুবক ও শিশুরা লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে এবং নদীর তীরে ফেলে দেয়।
জেলে সালাম তালুকদার বলেন, জাল টানার পর মনে করেছিলাম বড় কোন মাছ ধরা পড়েছে। কিন্তু পরে দেখি কুমিরের বাচ্চা।
পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি আমাদের আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে। এ ঘটনার পর অনেকে এখন নদীতে মাছ ধরতেও ভয় পাচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :